বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাত্তোর বাংলাদেশ পুনর্গঠন এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রাথমিক পর্যায়ে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার মধ্যে দেশের দারিদ্রপীড়িত উত্তরাঞ্চলে পল্লী উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা অন্যতম। তিনি যথার্থই অনুভব করেছিলেন যে, গ্রামভিত্তিক বাংলাদেশের উন্নয়নে প্রশিক্ষণ ও গবেষণার কোন বিকল্প নাই। তাঁর একান্ত প্রচেষ্টায় ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ২.২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। বগুড়া শহর থেকে ১৬ কিঃ মিঃ দক্ষিণে ১২০ একর জমির উপর গড়ে উঠে একাডেমীর বর্তমান নিজস্ব অঙ্গন। একাডেমীর মূল কাজ- প্রশিক্ষণ প্রদান, গবেষণা পরিচালনা এবং প্রায়োগিক গবেষণা।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, উন্নয়ন কর্মী, স্থানীয় সরকার প্রতিষ্ঠনের প্রতিনিধি, বেকার যুবক ও যুব মহিলা এবং অন্যান্যদের জন্য চাহিদা নির্ভর বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে। আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একাডেমী প্রতিষ্ঠালগ্ন থেকে ২০০৩ সালের জুন পর্যন্ত সর্বমোট ২৬২টি গবেষণা কার্যক্রম সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি প্রায়োগিক গবেষণা প্রকল্প পরিচালনার মাধ্যমে পল্লী উন্নয়নের বিভিন্ন টেকসই, নবায়নযোগ্য এবং রেপ্লিকেবল মডেল উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছে।
পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি সাফল্য তুলে ধরা হলোঃ-
এক কথায় বলা যায়, পল্লী উন্নয়ন একাডেমী গ্রামের সাধারণ মানুষের জীবনের মান উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে জন্মলগ্ন থেকে অংগীকারাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়াকে স্বাধীনতা পুরস্কার ২০০৪ অর্জন করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবশে বান্ধব প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পল্লী উন্নয়ন একাডেমী’র বর্তমান মহাপরিচালক জনাব এম এ মতিন-কে রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ ২৬ জুলাই ২০১০ সালে ২ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৫ (স্বর্ণপদক) প্রদান করেন।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক-১৪১৭ (২০১২ সালে)- রৌপপদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'র কৃষি বিজ্ঞান বিভাগের পরিচালক জনাব একেএম জাকারিয়া বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৭ (২০১২)- রৌপপদক গ্রহণ করছেন।