কৃষি নির্ভর এবং জনবহুল বাংলাদেশে মুরগি পালন এমন একটি ব্যবসা যেখানে স্বল্প সময় ও বিনিয়োগের মাধ্যমে সহজেই স্ব-নির্ভর হওয়া সম্ভব। মুরগির মাংস ও ডিম আমিষ সমৃদ্ধ পুষ্টিকর ও সু-স্বাদু খাদ্য হিসেবে বাংলাদেশে সমাদৃত। আডিএ’র প্রদর্শনী খামারে মুরগি পালনের বিষয়ে পরিচালিত ব্যবহারিক কর্মকান্ডগুলি পল্লীর বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে প্রশিক্ষণ প্রদান ও স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অনেকে বসতবাড়ীর আঙ্গিনায় ডিম পাড়া মুরগির পাশাপাশি ব্রয়লার মুরগির পালন করে সফলতা পাওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন করছেন। বর্তমানে এ ইউনিটের খামারে ১৫ সপ্তাহ বয়সের ৮৩৮টি পুলেট মুরগী আছে। যা আগামী ৪-৫ সপ্তাহ পর ডিম পাড়া শুরু করবে।
পোল্ট্রি ইউনিটের জুলাই ২০১৫ হতে জুন ২০১৬ পর্যন্ত উৎপাদন খাতে নীট আয় হয়েছে তা নিম্নের সারণীতে দেখানো হলোঃ