Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২৪

চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (সিডিআরসি)

চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (সিডিআরসি) ব্রোসিউর (Click for Download)

 

প্রেক্ষাপট

 

ডিএফআইডি এবং জিওবির অর্থায়নে বাস্তবায়িত সিএলপি কর্মসূচী সমাপ্ত হওয়ার পর এর যাবতীয় কার্যক্রম আরডিএ, বগুড়ার তত্ত্বাবধানে পরিচালনা করা হচ্ছে। এ সিদ্ধান্তের আলোকে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া চর এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য চরাঞ্চলে ও অন্যান্য দারিদ্রপীড়িত এলাকায় একাডেমীর অনুষদ সদস্যদের কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিএলপি- ১ ও ২ এর আওতাভূক্ত বেশ কিছু এলাকায় ইতোমধ্যে নানামুখী কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। কাজেই, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া‘র অর্জিত সাফল্যসমূহ মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ, জনপ্রিয়করণ, ধারাবাহিকতা রক্ষা, আর্থ-সামাজিক ও জীবন-জীবিকার মানোন্নয়নে আরো গতিশীল ও কার্যকর করা তথা প্রাতিষ্ঠানিক ও টেকসই করার লক্ষ্যে ৪১তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে একাডেমীতে “চর ডেভেলপমেন্ট  রিসার্চ (CDRC)” সেন্টার প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও বিওজি সেন্টারটি সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনার লক্ষ্যে ৩৩ জন জনবল সম্বলিত সাংগঠনিক কাঠামোও অনুমোদন করে। বিস্তারিত....

09761

 

pdf