সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০১৯
জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প
ময়মনসিংহ বিভাগের গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই জীবন যাত্রার মানন্নোয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫/১০/২০১৬ তারিখের একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেন। প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থায়নে জুলাই ২০১৬ হতে জুন, ২০২০ মেয়াদে মোট ১২৪৫০.১২ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য গত ২৭/১২/২০১৬ তারিখে প্রশাসনিক অনুমোদন লাভ করে।

প্রকল্পের মূল উদ্দেশ্য
বৃহত্তর ময়মংসিংহ অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই জীবন-যাত্রার মানন্নোয়নের জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যবলী নিম্নরূপঃ
- একাডেমী প্রতিষ্ঠার জন্য ভৌত অবকাঠামো নির্মাণ করা;
- প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেণার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা;
- পল্লী উন্নয়ন সম্পর্কীত প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে প্রশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি, টেকসই মডেল ও প্রযুক্তি সম্প্রসারণ;
- মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং মডেল/প্রযুক্তিগত সম্প্রসারণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা করা; এবং
- দেশের গ্রামীণ হত দরিদ্র্য জনগোষ্ঠীকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে গ্রামীণ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো।
প্রকল্পের মূল কর্মকান্ড
সম্পদ সংগ্রহ
- ৫০ একর জমি অধিগ্রহণ।
- প্রকল্পের আওতায় ১টি পি-আর ও ২টি মোটর সাইকেল সংগ্রহ ।
- প্রস্তাবিত ৫টি ইউনিটের (ফসল; ডেইরী ও পোল্ট্রি; মৎস্য; টিস্যু কালচার এবং হাইড্রোফোনিক; কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট) এর যন্ত্রপাতি সংগ্রহ।
নির্মাণ ও স্থাপনাদী
ভবন নির্মাণ
- দশ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ;
- ক্যাফেটেরিয়াসহ বিনোদন কেন্দ্র ও গেষ্ট হাউস ভবন (৬ তলা ফাউন্ডেশন ৫ম তলা পর্যন্ত নির্মাণ) (১ম ও ২য় তলায় ক্যাফেটেরিয়া; ৩য় তলা- বিনোদন কেন্দ্র এবং ৪র্থ-৫ম তলায় গেস্ট হাউস)
- সাধারণ হোষ্টেল (পুরুষ): (৬ তলা ফাউন্ডেশন) ৬ষ্ঠ তলা পর্যন্ত নির্মাণ ;
- সাধারণ হোষ্টেল (মহিলা ): (৬ তলা ফাউন্ডেশন) ৬ষ্ঠ তলা পর্যন্ত নির্মাণ ।
- মহাপরিচারক ও অতিরিক্ত মহাপরিচাক বাংলো : (২য় তলা ফাউন্ডেশন) ২য় তলা পর্যন্ত নির্মাণ।
অন্যান্য ভবন ও অবকাঠামো/স্থাপনাদি নির্মাণ
- প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা ক্ষেত্র হিসেবে জামালপুর ক্যাম্পাসে আরডিএ, বগুড়া’র আদলে ফসল; ডেইরী ও পোল্ট্রি; মৎস্য; টিস্যু কালচার এবং হাইড্রোফোনিক এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট এর সেড/অবকাঠামো নির্মাণ।
- মেইন গেট, গার্ড শেড ও সীমানা প্রাচীর নির্মাণ।
- করিডোর নির্মাণ;
- মসজিদ নির্মাণ।
- রোড/লিংক রোড স্থাপন
- পানি নিস্কাশন অবকাঠামো
- টেলিযোগাযোগ, বৈদ্যুতিক স্থাপনা
- পানি সরবরাহ (পাইপ লাইন, ২টি গভীর নলকূপ, ওভারহেড ট্যাংক)
উল্লেখযোগ্য অগ্রগতি
- ভূমি উন্নয়নের জন্য মাটি ভরাটের কাজ ৭৮% সম্পন্ন হয়েছে।
- সীমানা প্রাচীরের কাজ সমাপ্ত হওয়ার পর মেইন গেটের কাজ ৫৫% সর্র্ম্পূন হয়েছে।
- ক্যাফেটেরিয়া ভবন সহ বিনোদন কেন্দ্রের ৪র্থ তলার তলার ছাদ ঢালাই কাজ সম্পূর্ন হবার পর ৫ম তলার ছাদের রড বাইন্ডিং ও সাটারিং কাজ চলমান রয়েছে এবং পাশাপাশি ইটের গাঁথুনী ্ও অন্যান্য কাজও চলমান রয়েছে।
- সাধারন হোষ্টেল (পুরুষ) এর ট্র্রাকচার কাজ সম্পূর্ন হবার পর এবং পাশাপাশি ইটের গাঁথুনী ও অন্যান্য কাজও চলমান রয়েছে।
- সাধারন হোষ্টেল (মহিলা) এর ট্র্রাকচার কাজ সম্পূর্ন হবার পর এবং পাশাপাশি ইটের গাঁথুনী, প্লাষ্টার, টাইলস ফিটিংস ও অন্যান্য কাজও চলমান রয়েছে।
- মহাপরিচালকের বাংলোর কাজ সম্পূর্ন হয়েছে।
- প্রশাসনিক কাম অনুষদ ভবনের অবকাঠামো মূলক কাজের ৭ম তলার ছাদের ঢালাই সম্পর্ন হওয়ার পর ৮ম তলার ছাদের রড বাইন্ডিং ও সাটারিং এর কাজ চলমান রয়েছে এবং পাশাপাশি ইটের গাঁথুনী ্ও অন্যান্য কাজও চলমান রয়েছে।
- ইউনিট সমূহের ট্রাকচার কাজ ৮০% সর্ম্পর্ন হওয়ার পর ইটের গাঁথুনী, প্লাষ্টার ও অন্যান্য কাজও চলমান রয়েছে।
- মসজিদের ফাউন্ডেশন ও গ্রেড বীম কাজ সর্ম্পর্ন হওয়ার পর কলাম ঢালাইযের কাজ চলমান রয়েছে।
- এছাড়াও কর্ম পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের অন্যান্য কাজ চলমান রয়েছে।

গত ৩০ এপ্রিল, ২০১৭ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এমপি জামালপুরস্থ পল্লী উন্নয়ন একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মশিউর রহমান রাঙ্গা, এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম, এমপি, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এম এ মতিন ও জামালপুরের জেলা প্রশাসক জনাব মোঃ শাহাবুদ্দিন খান।